খোঁজ

শীতের মৌসুমে যমুনা নদীর চরাঞ্চল অনেকটা শুকনা থাকে। চালালকান্দি এলাকা, সোনাতলা উপজেলা, বগুড়া। ছবিটি প্রতীকীসোয়েল রানা

আসবে কি আর সেই বসন্ত
কোকিল ডাকা মধুর সুর?
শীতল ছায়ার মায়ার পরশ
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে দূর।
গাঙের বুকে নেই তো পানি
হারিয়ে গেছে নদীর মাছ,
লতায়-পাতায় জড়িয়ে থাকা
যায় না দেখা সবুজ গাছ।
দিঘির ঘাটে নতুন সিঁড়ি
পাই না কেন দক্ষিণ হাওয়া,
ভাটিয়ালি, পল্লিগীতি
বইঠা হাতে হয় না গাওয়া।
মুকুল ঝরা পোড়া শিশির
কাঁদতে থাকে তপ্ত খরায়,
চক্ষুহীনে আলোর জ্যোতি
কেমন করে আসবে ধরায়?