জীবনের ভাঁজ খুলে হতাশার নিশিরাত
জলজ চোখের স্বপ্ন বেয়ে ঝরে নীল জল
ভবিতব্য যাপনের রন্ধ্রে রন্ধ্রে হাটে ভয়
ফুসফুসে জমা হয় ঘাতকের নিকোটিন।
আর কত দিন? যন্ত্রণার প্রস্রবণব্যথা
সার্জিক্যাল চাকু ভয় নিথর দেহের ভাঁজে!
তবু বাঁচে ঝিঁঝি পোকা, তুমুল বৃষ্টির পর
আত্মচিৎকারে কাঁপে গাঢ় অন্ধকার রাত।
জীবনের ঝরা পাতা নৈঃশব্দ্যে বাজে মর্মরে
ঋতুচক্রে হেঁটে সময়েরা মাতে ভিন্ন গল্পে
আয়ুপথে হাহাকার জীবনযুদ্ধের রক্ত
জীবনের উপন্যাস থেমে থাকে না কখনো।