ধূম্রজাল

অলংকরণ: তুলি

এতটা কাল ধরে চিনেছি তোমায়
তবু এখনো যেন অনেকটাই চেনার বাকি!
প্রতিদিন নতুন করে ভিন্ন অবয়বে ভিন্ন ব্যক্তিত্বে
নতুন করে উন্মোচিত হয় তোমার নতুন কোনো প্রতিকৃতি। আমি বিস্মিত ও আশ্চর্য হই!
মাঝেমধ্যে খুব আহতও হই,
পূর্বে দেখা মূর্তিতে সাজানো স্বচ্ছ স্বপ্নগুলো
মনের উঠানেই ঝনঝন শব্দে ভেঙে গুড়িয়ে পড়ে
তোমার নিত্যদিনেরই সদ্য নবরূপ দর্শনে।
তবু আবারও সেই স্বপ্নচূর্ণে রক্তাক্ত হয়েই
দ্বিধান্বিত মনের আঁধার গলিপথ অতিক্রম করে
পুনরায় নতুন পথের সন্ধানে হাঁটি।
অচেনা পথিকের চলার ছন্দে তাল মেলাতে না পেরে
পুনরায় দিগ্ভ্রান্ত হই!
অদৃশ্য ধূম্রজাল আঁটকে যাই কেবলই
অতঃপর মায়াবী এক মহাচ্ছন্নতার ঘোরে
নতুন কোনো অচেনা গলির চৌরাস্তার মোড়ে
নির্বোধের মতো মুখ থুবড়ে পড়ে থাকি।