কাঁদতে আমি চাই না

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

তোমরা যখন যাচ্ছ লিখে মৃত্যু বিষাদময়
তখন আমার অনুভূতির হচ্ছে ভীষণ ক্ষয়
তখন আমি আঁচলতলে দুঃখ রাখি ঢেকে
তোমরা যখন পাচ্ছ কষ্ট তার মৃত্যু দেখে
তোমরা যখন আঁকছ ছবি তহবিলের নামে
তখন আমি মত্ত থাকি আপন চিত্রধামে
তখন আমি গভীর মনে হচ্ছেটা কী ভাবি
তোমরা যখন আন্দোলনে খাচ্ছ ভীষণ খাবি
তোমরা যখন ভাঙছ গির্জা, মন্দির আর মাজার
তখন আমি দুঃখ দেখি অন্তরালে হাজার
তখন আমি কেমন করে থাকব বলো সুখে
তোমরা যখন দিচ্ছ আগুন পাহাড়ের ওই বুকে
তোমরা যখন দিচ্ছ স্লোগান ‘ভয় আমরা পাই না’
তখন যেন কারও মৃত্যুতে কাঁদতে আমি চাই না