দর্শনের আর্তচিৎকার

অলংকরণ: মাসুক হেলাল

প্রিয় নেতাজি,
একদা তুমি বলেছিলে—
‘তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দিব।’
আজ বড্ড জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে,
ঠিক কত রক্ত ঝরালে স্বাধীনতা আসে?
মার্ক্স, চে গেভারা, ভ্লাদিমির লেনিন,
নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি, হো চি মিন, কাস্ত্রো, সূর্যসেন,
রোজা লুক্সেমবার্গ—
কোথায় তোমরা?
আমার বিধ্বস্ত নগরীতে
ওরা কবিতার মহামারি চায়,
ফুলগুলো পদদলিত করে প্রতিষ্ঠা করতে চায় শান্তি।
এই হাহাকারে তোমাদের দর্শন নিয়ে
বিদ্রূপ করছে আমার মগজ।
খুবলে খায় যাবতীয় ন্যায়-শান্তির কমিউন মডেল।
মার্ক্সবাদী আমি হঠাৎ করেই
অতি সাধারণভাবে মেনে নিচ্ছি সব।
নিয়তির দোষ দিয়ে তথাকথিত বিপ্লবী তরুণও
চুপ মেরে পড়ে থাকতে চায় বদ্ধ ঘরে।
থুনবার্গ,
বৈশ্বিক উষ্ণতার চেয়ে ভয়াবহ বিপর্যয় আমার হৃদয়ে।
গ্রেটা, বোন আমার!
শ্বাস নিতে দাও বোন!