বর্ষার ফুল
কাজলকালো গোমড়া আকাশ
ঝড় ও হাওয়ার খেলা,
আষাঢ়-ছোঁয়ায় রূপ জেগেছে
কদমফুলের মেলা।
কাঠফাটা রোদ, ভ্যাপসা গরম
বৃক্ষছায়া ছুঁই,
মনজুড়ানো গন্ধ ছড়ায়
অ্যারোমেটিক জুঁই।
মেঘের আঁধার বেঢপ বাহার
দাওয়ায় দোয়েল ডাকে,
তারায় তারায় গলাগলি
টগরগাছের শাখে।
বৃষ্টিভেজা বেলিফুলের
খুশবু রাশি রাশি,
গন্ধরাজের পবিত্রতায়
মনের ভেলায় ভাসি।
বর্ষাজলে স্নানে মাতে
জবা, কামিনী ফুল,
নিশিগন্ধা, দোলনচাঁপার
নেই তো সুখের কূল।
বর্ষা-ছন্দে সুর তুলে যায়
শুভ্র সাদা ফুল,
শাপলা, যুঁথি, শ্বেতকাঞ্চন
মেহেদি আর বকুল।
বাঁধনহারা বারিধারায়
দারুণ আয়োজন,
ফুলে ফুলে ঢলাঢলি
গোপন আলাপন।