স্মৃতিমাখা শৈশব

আহ শৈশব! ছবিটি সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ গ্রাম থেকে তোলাছবি: আনিস মাহমুদ

পড়ার সময় পড়েছি কত
খেলার সময় খেলা
বিকেল হলেই জমতো আসর
খেলাধুলার মেলা।

ডাংগুলি আর বউচি খেলে
কাটতো বহুদিন
ঘুড়ি হাতে মাঠে ছোটা
স্মৃতি অমলিন।

সুপারির খোল পেলে পরে
চড়তাম গাড়ি
মেঠোপথের বাঁক পেরিয়ে
কিংবা উঠোন বাড়ি।

পদ্মপুকুর বিলের বুকে
শাপলা যখন ফুটে
ডিঙি নৌকায় যেতাম সবাই
দলবল নিয়ে ছুটে।

নাইতে নামা নদীর জলে
সাঁতার কাটা হতো
শৈশব ছিল স্মৃতিমাখা
স্বাধীন পাখির মতো।