একমুঠো ভাবনা
জীর্ণ সমস্যার অনিদ্রাতে—
ভেবেছিলাম তুমিই হবে চিত্তসুখের ধারা
জীবনগ্লানির ক্লান্ত পথে বয়ে যাওয়া হিমেল বাতাস,
হাজার মানুষের ভিড়ে ব্যস্ততার মধ্যে একখণ্ড অবসর,
যেখানে তোমার নিষ্পাপ হাসির মূর্ছনায়
হারিয়ে যাব কঠিন বাস্তবতার সংসারে।
ভেবেছিলাম তুমিই হবে রোদেলা দুপুর;
বিচ্ছিন্নতার পদাঘাতে ভাবনাকে পেছনে ফেলে
নিষ্ঠুরের মতো আত্মসুখের সীমানায় চলে গেলে,
তবে কি ক্ষণিকের অতিথি হয়ে এসেছিলে—
অনিশ্চিত স্বপ্ন ভাঙা জীবনে!