প্রত্যাশা বুকে নিয়ে বেঁচে থাকি

প্রতীকীছবি: সংগৃহীত

ভগ্নহৃদয়কে আঁকড়ে
সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে
জীবন  দিগ্ভ্রান্ত আজ
স্মৃতির বেড়াজালে আটকে আছে
কাল্পনিক স্বপ্ন
তার আগল ডিঙানো সহজ নয়
নিজেকে ইদানীং দুর্ভেদ্য মনে হয়
মনে হয় ভাঙনের নিদারুণ খেলা
ভাগ্যের ছলচাতুরি
আর কষ্টের ভার নিয়ে
বেঁচে থাকা নিরর্থক
তারপরও প্রত্যাশা বুকে নিয়ে বেঁচে আছি
হয়তো এটাই নিয়ম
এভাবেই বেঁচে থাকতে হয়…