সুখের দেয়াল

অলংকরণ: মাসুক হেলাল

তাকিয়ে দেখি কষ্টের নদীতে বেদনার স্রোত
পানি ছলছল করছে হৃদয়–উঠোনজুড়ে
সুখের দেয়াল টপকে বেরিয়ে এল
এক করুণ আর্তনাদের ভয়াবহ সুর
সামাল দিতে গিয়ে সবটুকু ধসে পড়ে,
মজবুত করে বাঁধাই করা মননদীর দুপাড়!
ওই বুঝি ভেঙে গেল কষ্টের তৈরি করা
সুখের সাজানো প্রাচীর?
দুহাত পেতে কত কিছু চেয়েছি অশ্রুজলে
চাওয়ার পাত্রে না পাওয়ার বেদনাগুলো,
খেলা করছিল মহা আনন্দে!
হতাশার পাথরে চাপা পড়ে মুখের ভাষা
চোখের জল থেকে ঝরে ফোঁটা ফোঁটা রক্ত
জানতে পারিনি কখন নদীর বুকটা
শুকিয়ে গিয়েছিল রৌদ্রের তাপে,
জোগানদাতার জমির এমন অবস্থা দেখে
পালিয়ে গেল স্থায়ীভাবে বসবাস করা
বড় আদরের একঝাঁক পাখি।