আজও আমি অপেক্ষা করি,
শীতের পূর্ণিমায় কিংবা রাস্তার মাঝে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় মুখোমুখি বসবার...
অপেক্ষা করি কোনো জোড়া শালিকের দেখা পাবার, জানতে চাইব, কীভাবে একসাথে পথ চলতে হয়।
আমি অপেক্ষা করি
এক কাপ অপরাজিতা ফুলের চায়ের,
সমুদ্রের কাঙ্ক্ষিত একটা ঢেউয়ের
যে ঢেউয়ে আপনার ছোড়া নয়নতারা ফুল ভেসে আসবে।
অপেক্ষা করি, বেনামি একটা চিঠির
অপেক্ষা করি আপনার...
ভাবছেন, অপেক্ষার প্রহর শেষ হবে না জেনেও অপেক্ষা করি কেন?
অপেক্ষা না থাকলে মানুষ বাঁচে না।