জুলাই বিপ্লবের দিনগুলোতে ফেরা

প্রথম আলোর আয়োজনে জুলাই গণ–অভ্যুত্থানের চিত্র প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: সংগৃহীত

প্রথম আলোর আয়োজনে জুলাই গণ–অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী ‘জুলাই জাগরণ’–এর শেষ দিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা গিয়েছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। অধিকাংশ চিত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের থাকায় আমরা আবেগাপ্লুত এবং স্মৃতিকাতর হয়ে পড়ি। প্রতিটি চিত্র জুলাইয়ের সেই বিপ্লবের দিনগুলোতে আমাদের ফিরিয়ে নিয়ে যায়।

গণ–অভ্যুত্থানের সময় বন্ধু নিয়ন মনি শামসুন্নাহার হলের অন্যতম বিপ্লবী ছিল। ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত হয়েছিল। সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। নিয়ন মনি আসেন চিত্র প্রদর্শনী দেখতে। তাঁর দুচোখ অশ্রুসিক্ত হয়ে যায়।

প্রথম আলোর আয়োজনে জুলাই গণ–অভ্যুত্থানের চিত্র প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা

বিজয়ের মুহূর্তের ছবিগুলো যখন দেখি, মনের মধ্যে উদ্দীপনা নাড়া দিয়ে জানান দিল সেই দিনগুলোর কথা। আমাদের রাজপথের আন্দোলন এখন ইতিহাসের পাতায়।

প্রদর্শনী সমাপনী দিনে ছিল কাকতাল এবং আহমেদ হাসান সানীর সংগীত পরিবেশনা। তাঁদের চমৎকার গানের সুর মুগ্ধতা ছড়িয়েছে। এরপর একে একে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। সব মিলিয়ে বন্ধুদের এক মেলবন্ধন তৈরি হয়।

সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা