ধরণীর আর্তনাদ
ধূপছায়া আকাশে নক্ষত্রের নীরবতা
বহতা বেদনার নদীতে সপ্তর্ষির উদোম স্নান,
পথভ্রষ্ট গ্রহের অসীম সাগরে ডুবসাঁতার-
হৃদয়ের লোহিত সরোবরে নীল কমলের অকালমৃত্যু
ধূসর গল্পরা বিদ্রূপে করে উপহাস।
আত্মহননের ব্যর্থতায় উন্মত্ত কালবেলার ক্রন্দন
অমৃত সাগর মন্থনে মান্দার পর্বতের অট্টহাসি,
গরলের বিষবাষ্পে লক্ষ্মী ছাড়া ধরণীর আর্তনাদ—
দেব দানবের মিথ্যে আস্ফালনের অগ্নিশিখা
গোধূলির জলরং নিঃশব্দে এঁকে চলে ব্যর্থতার জলছবি।