অমৃত চাইনি, চেয়েছি সমাদর

অভিযোগ মানে ঘৃণা নয়। অভিযোগ হয়তো অন্তরাত্মার অগ্নিপরীক্ষাছবি: লেখকের সৌজন্যে

অন্দরমহলে এক অদৃশ্য অগ্নিকুণ্ড অবিরাম জ্বলছে। সেটাই বোধ হয় অভিযোগ। সেই ভালোবাসার আধার, যা থাকা উচিত ছিল পরিপূর্ণ ও মহিমাময়, আজ হয়ে দাঁড়িয়েছে অপূর্ণ ও জীর্ণ। অপরের অমনোযোগ আর উদাসীনতার ছোঁয়ায় আত্মার গভীর অন্তরাল কেটে গেছে গভীর ক্ষত।

প্রেম যে অপরিমেয়, অমৃতসম ও অমর, তা অবহেলায় কলঙ্কিত হয়। যে বিশ্বাসটি অন্দরপ্রাসাদকে আলোকিত করার কথা, তা আজ অন্ধকারের অন্দর প্রান্তে মিলিয়ে যায়। আত্মা যে সমাদর চেয়েছিল, তা অল্প অল্প করে বিসর্জন দিতে হয় নির্দয় বাস্তবতায়।

অভিযোগ মানে ঘৃণা নয়। অভিযোগ হয়তো অন্তরাত্মার অগ্নিপরীক্ষা। অমৃত ও গরলের মধ্যবর্তী সেই অগ্নিতে দগ্ধ হয় সম্পর্ক। ভালোবাসার যে পবিত্র বন্ধনটি অমর থাকার কথা, তা উপেক্ষায় ও অমনোযোগে অস্থিতে পরিণত হয়। অন্তর যে অগ্নিতে পুড়ছে, যে অশ্রু অদৃশ্যভাবে ঝরছে, তা অপরকে বলছে, আমি অমৃত চাইনি তোমার কাছে... চাইনি অমৃতরূপ ভালোবাসা, চাইনি অমৃতধারা, চাইনি অমৃত স্পর্শ; চেয়েছিলাম শুধু সমাদর, চেয়েছিলাম অপর আত্মায় নিজের অস্তিত্বকে জীবন্ত রাখতে।

সহসভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা