অমীমাংসিত জীবন

প্রতীকীছবি: সুমন ইউসুফ

এখনো উদিত হয়নি নতুন সূর্য,
যে আলোয় কেটে যাবে ঘোর।
বাতাসে নেই সুগন্ধ! থামে রণতূর্য,
কোন ঘ্রাণে মাতাব এই অন্তর।
কালোমেঘ দল বেঁধে আঁটসাঁট,
কী যেন বলে তারা চুপি চুপি।
অপরিষ্কার আগামীর পথঘাট,
তোলপাড় জীবনের প্রতিচ্ছবি।
বেদনার বালুচরে চোরাবালি জমা,
কখন কে মারে বিষাদের তির।
জীবনে নেমে আসে গভীর কমা,
ছেড়ে দিতে হয় মোর জীর্ণ কুটির।
জন্মে অন্ধকার আঁতুড়ের ঘর,
অভাবে জ্বলেনি মাটির পিদিম।
মাঝখানের জীবনে বৈশাখী ঝড়,
আক্ষেপ ভরা-ভান্ডে ঘোড়ার ডিম।
ওপারের হিসাবে কি শূন্য লেখা?
তাহলে সর্বনাশ তীরে ওঠা ভার।
হামেশা আমল নামা ফাঁকি রাখা,
তবে কি অমীমাংসিত জীবনের হার।