সুখের প্রত্যাশা

অলংকরণ: তুলি

ছোট কাজ নাহি লাজ দীপ্ত সাজ মুখ
দ্বিধা ভয় করি জয় তবে হয় সুখ।
মিছে নীতি মনে ভীতি সব রীতি ফেলে,
কাজে ঝোঁক ভরে বুক শুধু সুখ মেলে।

রাশি রাশি কত হাসি বাজে বাঁশি দূরে
বধূ সাজে প্রতি কাজে মুখ লাজে সুরে
আসে দিন হয় ক্ষীণ থাকে ঋণ জমে,
দুঃখী কাঁদে পড়ে ফাঁদে প্রতিবাদে তমে।

কাজ করো সুখ গড়ো বই পড়ো সবে
ধন পাবে দুখ যাবে ভালো খাবে ভবে
অবিরামে প্রভু নামে স্মরো ধামে তবে
পাপে ঋণী চিরদিনই মুছে তিনি রবে।

প্রতিক্ষণে জনে জনে নীতি মেনে চলো
রাগ ক্ষোভে হেয় লোভে নাহি ডুবে টলো
ভালোবাসা দাও খাসা সব কষা করে,
বাধা রুখে থাকো সুখে আশা বুকে ভরে।

দূর হোক রোগ শোক দুঃখী লোক তরে
বলো কথা অতি যথা মিছে তথা সরে
মানো ধর্ম করো কর্ম দাও বর্ণ রুখে,
মায়াভরা এই ধরা হোক গড়া সুখে।