মোমবাতির কবিতা

শুধু একটা মোমবাতি হয়ে বেঁচে আছিছবি: রয়টার্স

ভেবে নাও, সেই কবিতা তোমাকে ভালোবেসে লিখেছিলাম
ভেবে নাও, আমি আজ চলে গেছি
শুধু একটা মোমবাতি হয়ে বেঁচে আছি

ভেবে নাও, সেই কবিতা এই মোমবাতি লিখেছিল
মোমের শরীর গলে গলে পড়ছে
মোমের শরীর গলে গলে পুড়ছে
তোমার মুখের ওপর ছড়িয়ে আছে শিখা

আলো মিথ্যে নয়
অন্ধকারে তুমি তবে কেঁদে ভাসাবে কেন!
ভেবে নাও, সেই কবিতা এখনো ভালোবেসে তোমাকে জড়িয়ে ধরে আছে