অন্য এক পৃথিবীর অপেক্ষায়
কখনো কখনো সময় মানুষকে
অন্য অস্তিত্বে পরিণত করে
নিজেই নিজেকে নির্বাসনে পাঠিয়ে
মুক্তির স্বাদ খুঁজে নেয়।
চুক্তির প্রথা নীরবে বাতিল করে
আপন মণ্ডল নান্দনিকতায় সাজিয়ে
মৌনতাকে সঙ্গী করে
আলোয় আলোয় ভুবনভরা
অন্য এক পৃথিবীর জন্য
অধীর আগ্রহে অপেক্ষা করে;
যেখানে থাকে না আকাশচুম্বী
অহমিকা
গম্ভীর গর্জন
মিথ্যার বসত
বিচ্ছুরিত কাঁটা
শুধু থাকে দৃঢ়তা
প্রবল স্রোতে ভাসিয়ে দিলেও
অদৃশ্যমান শক্তির প্রতি থাকে
গভীর বিশ্বাস।