এক ডজন হাইকু

১. অব্যক্ত কথা
জমে জমে বাড়ায়—
বিষম ব্যথা।
২. চারুলতা সে
জড়িয়ে থাকে অঙ্গে
ভালোবাসে যে।
৩. জীবন রথে
শূন্য পকেট ভরে
হারাব পথে!

৪. এক গোলাপ
রূপে-গন্ধে আগুন
ভীষণ তাপ!
৫. প্রেমের তীর
লাগলে হৃদে রক্ত
যদিও বীর।
৬. হৃদয় ছুঁই
বাস্তব চোখ রাঙে
আবেগ ধুই।

৭. স্বার্থের চোখে
বিতৃষ্ণা ভরে থাকে
হৃদ অসুখে।
৮. মানুষ সেই—
আঁধারে চোখে দেখে
তুষ্ট অল্পেই।
৯. মনের দেহ
ভেতরে কত পোড়ে
জানে না কেহ!

১০. সময় রথ
বিপরীত চলকে
দেখায় পথ।
১১. স্বপ্নতে বাঁচি
এটুকু না থাকলে
কী করে নাচি!
১২. বকুল ফুল
যদিও শুঁকে যায়
গন্ধ তুমুল।