সবচেয়ে প্রিয় শব্দ

অলংকরণ: মাসুক হেলাল

আমার মা আমার কাছে অনেক বেশি ভালো
মা ছিল তাই দেখেছি এই জগতের আলো।

বাংলা ভাষা হাজারো মধুর শব্দে সমৃদ্ধ। হাজারো শব্দের মধ্যে আমার কাছে একটি অতুল শব্দ আছে। আর তা হলো ‘মা’।

মায়ের মাধ্যমেই এই পৃথিবীর সোনালি আলো দেখেছি। তিনি আমাকে অনেক কষ্টে গর্ভে ধরেছেন। বুকের দুধ খাইয়েছেন। আমার কান্না থামিয়েছেন। কোলে ঘুম পাড়িয়েছেন। আমাকে ফেলে কোথাও যাননি। হাঁটতে শিখিয়েছেন। কথা বলতে শিখিয়েছেন। বর্ণমালা শিখিয়েছেন। আলোর দিশা দিয়েছেন। অসুস্থ হলে সারা রাত জেগে সেবা করেছেন। মাকে অনেক বিরক্ত করলেও তিনি কখনো রাগ করেননি।

আমার প্রিয় মায়ের মুখের ভাষা আদায় করতে গিয়ে বাংলার দামাল ছেলেদের ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জীবন দিতে হয়েছে। রক্তে রঞ্জিত হয়েছে পিচঢালা কালো পথ। শহীদ হয়েছেন আবদুস সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে। পাকিস্তানি শাসকগোষ্ঠী চেয়েছিল আমার মায়ের মুখের ভাষা কেড়ে নিতে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাংলার দামাল ছেলেদের প্রাণের বিনিময়ে তারা তা পারেনি। পারেনি আমাদের পরাধীন করতে।

আমরা স্বাধীনভাবে আমাদের মায়ের মুখের ভাষা বলতে পারি। হাসতে পারি। গাইতে পারি। খেলতে পারি। পড়তে পারি। আর তাই বাংলা ভাষার হাজারো শব্দের মধ্যে ‘মা’ শব্দটি আমার কাছে সবচেয়ে প্রিয়।

ধানমন্ডি, ঢাকা