শেষ মিনতি
যদি রাত্রি নামে ঘন কালো অন্ধকারে
সে অমানিশা শেষে যদি নাই ওঠে সূর্য!
যদি পাখিদের গান, নদী ও ঝরনার উল্লাস
মেঘেদের ছোটাছুটি একেবারে থেমে যায়।
বয়সের ভারে ক্লান্ত শরীর যদি নুয়ে পড়ে
চোখের পাপড়ির আস্ফালন আর নাই থাকে।
যদি জীবনের ব্যস্ত কোলাহল থেমে গিয়ে
আমি নীরবতার আড়ালে কখনো হারিয়ে যাই।
তবে আমার আড়াল হওয়ার গল্প ভেবে
ভুলে যেয়ো পাপ, মনে রেখ আমায়, ক্ষমা করো।