বিপ্লব কিংবা অপেক্ষা

প্রতীকীছবি: কবির হোসেন

আমার অসুখ করেছে বেজায়
আধছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে জেগে থাকি সারা রাত
কিংবা ঘুমাই সারা দিন,
বছর কেটে গিয়ে সময়ের হিসাব হয় দশকে, আমি ঘুমাই
তারপর হঠাৎ চিৎকার করে জেগে উঠি মাঝরাতে কিংবা ভরদুপুরে
কণ্ঠনালিতে বজ্র চাপিয়ে চিৎকার করে উঠি, বিপ্লব! বিপ্লব! বিপ্লব!
সঙ্গে সঙ্গে কে যেন সেই চিৎকারকে
গলা টিপে ধরে বলে, অপেক্ষা! অপেক্ষা! অপেক্ষা!