অণুকাব্য

অণুকাব্য

এক.
ধরো, ভালোবাসা মানে তোমাকে না পাওয়া!
তীব্র আকুতিতে শত প্রার্থনায় তোমাকে চাওয়া!

দুই.
সমুদ্র যেন শুকনো মনে হয়!
চাঁদ যেন অনুজ্জ্বল!
বাতাসের মতো অদৃশ্য তুমি!
দর্পনে যেমন অবিকল!

তিন.
একটু খানি কফি! একটু খানি বই!
তীব্র মহিমায় আমি, তোমাকেই ছুঁই!

চার.
আমি তোমায় আকাশ দিলাম,
মেঘ সাজিয়ে নিয়ো!
রৌদ্র দিনে বৃষ্টি কুড়িয়ে!
আমায় প্লিজ দিয়ো!

পাঁচ.
পাঁজরজুড়ে কোলাহল!
নিস্তব্ধ চারপাশ! কে আছে বল?
তবুও যাচ্ছে দিন! না থাকার নীলিন!
আমি তো নাই! আছে এক অবিকল।