ফুলের সৌন্দর্য উপভোগে যে দেশে কর্মবিরতি পালিত হয়

সাকুরা ফুলছবি: মাওদুদুল হাসান

প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে মানুষকে সময় দিতে হলে কখনো কখনো রুটিন জীবন থেকে সাময়িক বিরতি নেওয়া প্রয়োজন। আর এই শিথিলতা যেন প্রতিফলিত হয় জাপানের সাকুরার পুঞ্জীভূত সৌন্দর্যে। প্রতিবছর মার্চ-এপ্রিল মাসে ফুলে ফুলে সেজে ওঠে দেশটি। সাকুরা ফুলের আগমন জাপানিদের কাছে কেবল একটি ঋতু পরিবর্তন নয়, বরং একটি বিশেষ সামাজিক অনুষ্ঠান। এই সময়টিতে সাকুরার সৌন্দর্য উপভোগের জন্য দেশটির অনেক অঞ্চলে সপ্তাহব্যাপী কর্মবিরতির আয়োজন করা হয়।

জাপানের সাকুরা হলো একটি গাছের ফুল, যা প্রায় পুরো দেশজুড়ে ফোটে। প্রতিবছর এই ফুলের পুষ্পোদ্গম দেখে দেশটির মানুষজন যেন একধরনের নতুন উদ্দীপনা ও শান্তি খুঁজে পান। সাকুরার সৌন্দর্য উপভোগ করতে লোকজন কর্মস্থল ছেড়ে বাইরে এসে একে অপরকে অভ্যর্থনা জানান। পিকনিকের মাধ্যমে একত্র হয়ে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময়টি উপভোগ করেন। এটা তাঁদের জন্য সাংস্কৃতিক উৎসবের মতো, যা সবার মধ্যে একাত্মতার অনুভূতি জাগায়।

সাকুরা ফুল
ছবি: মাওদুদুল হাসান

দেশটির অধিবাসীরা সাকুরা ফুলের দৃশ্যের মধ্যে বসে একে অপরের সঙ্গে গল্প, আড্ডা এবং হাসির মধ্য দিয়ে সময় কাটান। শুধু দেশীয় নাগরিকেরা নন, বিদেশিরাও সাকুরা উপলক্ষে সেজে ওঠা ফুলের গাছের নিচে জমায়েত হন।

সাকুরা উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়। যেমন সাকুরা প্রফেশনাল ফটোসেশন, সাকুরা পিকনিক, সাকুরা থিম পার্টি ইত্যাদি। শুধু তা–ই নয়, অনেক জায়গায় নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

বন্ধু, রাজশাহী বন্ধুসভা