অশুভ কীট
আমার গর্ভে জন্ম নেওয়া শিশু যেন কখনোই না পড়ে এমন কোনো বিশুদ্ধতম প্রেমে,
যেমনটা পড়েছিলাম আমি।
প্রেমকে ঘিরে রেখেছে অশুভ শক্তির অভিশাপ,
যা জয় করতে পারেনি মহাকবি কিংবা জ্ঞানী মনীষীরা।
নিশ্চয়ই নরকের কীট এসে গাঁট বেঁধেছে এই নগরের প্রাণে,
বাসা বেঁধেছে মানুষের মস্তিষ্কে।
যখনই কীট নড়ে ওঠে, ফিসফিসিয়ে দেয় বিচ্ছেদের পাপের কাহিনি,
তাড়িয়ে নিয়ে যায় হৃদয়কে বিপথে, টেনে নেয় বিষাদের অতলে।
তবু বলব না, তারা ইচ্ছা করে বেছে নেয় যন্ত্রণার পথ,
তারা যেন বন্দি সেই কীটের অন্ধকার সুরের মায়াজালে।
মস্তিষ্কের সেই কীটের প্রলোভনে,
অন্ধকারের ছায়ায়, হৃদয়ের আলো ম্লান হয়ে যায়,
শিশির ভেজা ভোরের মতো নিষ্পাপ প্রাণ
হারিয়ে ফেলে সূর্যের স্পর্শ।
তাদের ক্রূর সিদ্ধান্তে বিদীর্ণ হয় মাটির বুকে,
তবু কীটের নীরব নৃত্য থামে না কখনো।