ফিরে যাও মেঘদূত

আকাশে জমেছে কালো মেঘ। যেকোনো সময় নামবে বৃষ্টিপ্রতীকী ছবি

ফিরে যাও মেঘদূত;
আমার শহরে অনাহূত আগন্তুকের পদচারণ,
প্রিয়ার কাজল চোখে আগুনের বন্যা—
দৃষ্টির সীমানায় উদ্ভট মিথস্ক্রিয়ার পোড়া মাটির গন্ধ।
ফিরে যাও মেঘদূত;
ভালোবাসার বার্তাবাহক দিগ্‌ভ্রান্ত নাবিক,
উল্টো পথের বাঁকে অপেক্ষায় মুছে গেছে পদচিহ্ন
বৃষ্টির বিপরীতে কুয়াশার ধোঁয়াটে চাদরের খেলা।
ফিরে যাও মেঘদূত;
আষাঢ়ে কালো মেঘের বুক চিরে বিদ্যুতের নগ্ন হাসি
পাহাড়ের গায়ে এঁকে দিয়েছে কান্নার দাগ,
প্রহর গুনে মনের চাতকের মৃত্যুর সঙ্গে বসবাস
তুমি ফিরে যাও মেঘদূত, ফিরে যাও—