স্বপ্নকে আঁকড়ে ধরতে হয়

স্বপ্নকে আঁকড়ে ধরতে হয়ছবি: প্রথম আলো

স্বপ্ন আছে বলেই মানুষ শ্বাসপ্রশ্বাস নিতে পারে ক্রমাগত। একটি স্বপ্ন দেখা, সেটা পূরণ হওয়া পর্যন্ত মাঝের করণীয় আচরণই ব্যক্তির সাফল্যের অন্যতম নিয়ামক। সাইকোলজিতে একটা টার্ম আছে, ‘প্রেষণা চক্র’। এই চক্রও পানি চক্রের মতো বহমান। কোথাও থামে না।

প্রেষণা চক্রের মূল বিষয় হলো, ব্যক্তি কোনো কিছুর অভাববোধ থেকে তাড়িত হয়, উদ্দেশ্যপ্রণোদিত হয়, তার করণীয় আচরণটুকু করে সর্বোচ্চ দিয়ে দেন উদ্দেশ্য সাধন করার জন্য। তারপর খানিকটা বিশ্রামের পর আবার নতুনভাবে অভাব বোধ করে কোনো কিছুর পেছনে আবারও ছুটে চলে। এভাবেই মৃত্যু পর্যন্ত সে এই চক্রের অধীন।

সাইকোলজিক্যাল টার্মের বিষয়টি বরাবরই আমাকে মুগ্ধ করত। মানুষের নিরন্তর ছুটে চলাকে একটি চক্রের মধ্য দিয়ে বর্ণনা করা। আমরা স্বপ্ন দেখি, দেখতে ভালোবাসি বলেই জীবন থেমে যায় না। শুধু নিজেরই নয়, পাশাপাশি কত মানুষের স্বপ্নের ভার বইতে হয়।

মানুষ হওয়া সহজ নয়। নিজের কর্মের মাধ্যমে মানবমনে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করার সার্থকতা তো এখানেই। কর্ম যথা স্মরণও তথা।

শিক্ষার্থী, বিভাগ আইন ও ভূমি প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয়