রঙিন মন

প্রজাপতি, প্রজাপতি—কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা! একঝাঁক রাজকীয় প্রজাপতির (মনার্ক বাটারফ্লাই) ওড়াউড়ি-মাতামাতি। প্রতীকীছবি: রয়টার্স

ভালোবাসি বলে ভীষণ রঙিন হলো যে মন
সেখানে স্বপ্নের নৈবদ্য আগলে রাখি রোজ
ফুটাতে থাকি বাহারি ফুল, ছড়াই সুগন্ধি
পাখিদের জন্য খুলে দিই বন্ধ যত দুয়ার
উপড়ে ফেলি অনাকাঙ্ক্ষিত গুল্ম-লতা
শ্রদ্ধায় আরাধনায় প্রার্থনায় থাকো তুমিও।
যে সুতোয় বেঁধেছি তোমার শাড়ির আঁচল
সে থাক রঙিন ফুলের পাপড়িতে সাজানো
বাগানজুড়ে গুঞ্জন তুলুক উচ্ছল পাখিরা
গাইতে থাক তোমার আমার প্রেমের গান
দুলতে থাকুক বাগানসুদ্ধ স্বপ্নিল ফুলের দল।