বিদায়
সব আয়োজন শেষে
বিদায় বেলা যেদিন সন্নিকটে
পাড়ি দিব ওপারে
বিশাল ধরণিতে সেদিন জড়াব না কোনো
মিছে মায়ায়,
মায়ার পৃথিবী ছেড়ে জীবন যখন অন্তিমযাত্রায়
মা, তুমি থেকো আমায় জড়িয়ে
যেমনটি জড়িয়েছিলে
পৃথিবীতে আসার প্রথম সন্ধিক্ষণে,
বিদায় দিয়ো হাসিমুখে
যেন ওপারের শেষ মিলনেও ফিরে পাই তোমাকে
এপার-ওপার দুই জীবনই তোমার তরে
দেখে নিয়ো তোমার মেয়ে
ওপারে সুখী হবে তোমার আঁচলতলে
পৃথিবীর ইতি টেনে ওপারেও
তুমিই হবে আমার মমতাময়ী মা
তোমার আঁচলে মুখ লুকিয়ে রাখা সেই মেয়ে হব আমি,
মরণের পরে ওপারে থাকবে না কষ্ট-যন্ত্রণা, এলোমেলো কষ্ট-ভাবনা
সেখানে থাকবে না ছদ্মবেশী কোনো আপনজন
কোনো মুখোশধারী শুভাকাঙ্ক্ষী
এ বিদায়ে কষ্ট পেয়ো না
অপেক্ষা শুধু মাঝের কটা দিন!