জীবন এক মায়াজাল

প্রতীকীছবি: সাইয়ান

চারদিকে শুধুই অন্ধকার!
কোথাও একটু আলোর ছিটেফোঁটাও দেখি না আর
অনুভব করি না দিনরাত্রির তফাত
ভোরের নির্মলতা কিংবা গোধূলির অস্তরাগ
কিছুই সাজে না আর নিষ্প্রভ মাঝবয়সী চোখে।
মনে হয় কূলকিনারাহীন কোনো এক মরুভূমিতে নিঃসঙ্গতাকে সাথে নিয়ে একাকী বসে আছি
মনের জানালার কপাটও বুঝি বন্ধ হয়ে গেছে
তাই তিক্ত বোধগুলো উপলব্ধির জানালার ওপারেই
নির্বাক দাঁড়িয়ে নিরাশারই ধোঁয়াশা আঁকে।
কেউ কি কয়টা জোনাক ধার দেবে আমায়?
ধু ধু বালুচরে আঁধার আঁকড়ে কতকাল বাঁচা যায়!
কবে যেন আলো দেখেছিলাম মনেই পড়ে না
এখন আমি জোনাকির ঝিলমিলও দেখি না
জীবন যেন মাকড়সার জালের মতো জটিলতাপূর্ণ!
সামনে এগোতে গেলেই পা দুটো জড়িয়ে পড়ে
জাদুকরি এক মায়াবী ধূম্রজালে।
আঠালো মায়াজাল থেকে এক পা ছাড়িয়ে
উঠে দাঁড়াতেই আরেকটা পা অজান্তেই জড়িয়ে যায় মহানিশার অন্ধকারে ভয়ংকর মাকড়সার জালে।