<p> শাখে শাখে ফুলের উদয়<br> কোকিল ডাকে সুরে<br> পাতা ঝরা শীতের চিঠি<br> নিচ্ছে বিদায় দূরে।</p>.<p> ঘাসফড়িংরা মনের সুখে<br> দোলছে হাওয়ার তালে<br> হলদে পাখির আনাগোনা<br> ওই শিমুল ডালে।</p>.<p> আকাশজুড়ে মেঘের খেলা<br> বসুমতীর সাজে<br> হিম শেষে রাজার বেশে<br> এলো ঋতুরাজে।</p>
<p> শাখে শাখে ফুলের উদয়<br> কোকিল ডাকে সুরে<br> পাতা ঝরা শীতের চিঠি<br> নিচ্ছে বিদায় দূরে।</p>.<p> ঘাসফড়িংরা মনের সুখে<br> দোলছে হাওয়ার তালে<br> হলদে পাখির আনাগোনা<br> ওই শিমুল ডালে।</p>.<p> আকাশজুড়ে মেঘের খেলা<br> বসুমতীর সাজে<br> হিম শেষে রাজার বেশে<br> এলো ঋতুরাজে।</p>