বহ্নিশিখা
দুঃখিনী মায়ের মুখের হাসি
আলোর ফুলকি তোরা
বিশ্ব দেখছে অবাক চোখে
জয়ের ঝরনাধারা
গুটিগুটি পায়ে এগিয়ে গিয়েছে
প্রত্যয়ী মনোভাবে
বাংলার বুকে শাপলার হাসি
ওরাই ফুটিয়ে যাবে
নারী বলে যারা হেলা করেছিল
ওদের মুখেতে ছাই
প্রমাণ করেছে হেয় নয় নারী
সম্মানটুকু চাই
প্রাপ্য সুযোগ পায় না ওরা
অনাদরে বেড়ে ওঠে
ওদের হাতেই জয়ের ট্রফি
দেশের ভাগ্যে জোটে
কৃষ্ণা, সাবিনা, মারজিয়ারা
ইতিহাস গড়ে দিল
ভাবিনি কখনো আঁধারের বুকে
এত আলো চাপা ছিল!