প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে

বৃক্ষরোপণ ও বনায়নের মাধ্যমে আমরা পরিবেশকে ঠান্ডা রাখতে এবং গরমের প্রভাব মোকাবিলা করতে পারিফাইল ছবি

মানবজাতির টিকে থাকার জন্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে আমরা প্রকৃতির সঙ্গে বেপরোয়া আচরণ করে আসছি, যার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন উজাড়, দূষণ, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলো আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। প্রকৃতি আমাদের জীবনযাত্রার জন্য অপরিহার্য। যে বাতাসে শ্বাস নিই, যে পানি পান করি, যে খাবার খাই—সবকিছুই প্রকৃতির দান। প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা করে এবং এই গ্রহকে বাসযোগ্য করে তোলে। কিন্তু আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ নই। বন উজাড় করে বাসস্থান করছি, নদী-নালা দূষিত করছি ও বায়ুদূষণ করছি। এ কারণে বন্য প্রাণী বিলুপ্ত হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এবং পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে।

গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বও বাড়ছে। বৃক্ষরোপণ ও বনায়নের মাধ্যমে আমরা পরিবেশকে ঠান্ডা রাখতে এবং গরমের প্রভাব মোকাবিলা করতে পারি। গাছপালা পরিবেশের জন্য অপরিহার্য। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে। এ ছাড়া গাছ মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টি নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।

দুঃখজনকভাবে, আমরা দীর্ঘদিন ধরে বন উজাড় করে আসছি। এ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, গরমের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যাও দেখা দিচ্ছে, যেমন পানি শূন্যতা, হৃদ্‌রোগ, স্ট্রোক ইত্যাদি সমস্যার জন্য মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। যদি আমরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাই, তাহলে মানবজাতির টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে।

গরমের প্রভাব মোকাবিলা করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। বৃক্ষরোপণ ও বনায়নের মাধ্যমে আমরা পরিবেশকে ঠান্ডা রাখতে পারি। সরকারকে বনায়নের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। বন উজাড় রোধে কঠোর আইন প্রণয়ন এবং বৃক্ষরোপণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে। বাড়ির আশপাশ, স্কুল-কলেজ এবং খোলা জায়গায় গাছ লাগাতে হবে। গাছ লাগানো আমাদের নৈতিক দায়িত্ব।

প্রকৃতি আমাদের মায়ের মতো। মায়ের যত্ন নেওয়া আমাদের কর্তব্য। প্রকৃতির যত্ন নিয়ে আমরা নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করতে পারি। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের মনে পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা তৈরি করাও অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে পৌঁছাতে সরকারের উচিত শিক্ষার্থীদের গাছ লাগানোর উদ্যোগে সহযোগিতা করা। স্কুল-কলেজে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা।

শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা