ভাষাহীন ভালোবাসা আমার। নির্জীব, নিশ্চুপ। উপলব্ধির উপক্রমণিকার বাইরে।
কণ্ঠস্বর শুনে তার প্রতি মোহ জাগে। রসায়নের কোচিং ক্লাসে সেদিন আমার জীবনের রসায়ন তৈরি হয়েছিল নোট খাতা আদান-প্রদানের মাধ্যমে। এরপর পরিচয় এবং একটা সময় পরিণয়। বরাবরই আমি তাকে আরও বেশি করে চেয়ে গেছি, যতটা সে আমার ছিল তার চেয়ে বেশি। মোহ মায়ারূপে বদলেছে (৩৬৫ গুণন ৩) দিন হলো।
বহু কারণে বহুবার ভেবেছি তাকে ছেড়ে যাব। কিন্তু তার হাসিতে কী এক জাদু আছে, সব দুঃখকে নিমেষে ভুলিয়ে দেয় যেন। হোক একপক্ষীয়, তবু তাকে আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি।
বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা