জাগরণ

ছবি: ফ্রিপিক

মৃত্যুর পূর্বে আবার উঠে দাঁড়াতে চেয়েছিলাম।
কিন্তু পৃথিবীর বুকে ভার দেওয়ার কোনো লাঠি ছিল না।
মৃত্যুকে আলিঙ্গনের আগে একটা ভরা মণ্ডপ চেয়েছিলাম।
কিন্তু ব্যস্ততা তত দিনে সবার মুখস্থপ্রায়।
এই মৃত্যুকে পরিত্যাগ করার এক গাল হাসি চেয়েছিলাম।
যেটা তাত্ত্বিকতার সূত্রে অল্প দুঃখের আখ্যান পেয়েছিল।
একটা মৃত সত্তা আজ মাতমহীন নৃত্য নাচছে,
নতুন সত্তাকে দু-বাহু উঁচু করে বরণ করছে।
যে পুনর্জন্ম তোমাদের তাত্ত্বিকতার সূত্রের বাইরে।
এই জাগরণ আত্মার!