নিঃসঙ্গ সীমারেখা
পৃথিবীটা যেন আজ কার্তিকের দেশের মতো
কুয়াশারা দোল খায় কাঠগোলাপের ডাঁটায়,
প্রাচীরের ওপরে একটি ভোরের দোয়েল
গেয়ে যায় বিশ্বশান্তির স্লোগান।
শেওলা পড়ে আছে নদীর তীরে তীরে
মানুষের চলাচল হয় না বহুদিন,
শিকারির হাতে আহত হওয়া ডাহুকও জেনে গেল
মানুষের পৃথিবীতে মানুষ নেই আর।
নিঃসঙ্গ সীমারেখায় নক্ষত্ররা হেসে ওঠে
জোনাকিরা আলো ছড়ায় ধান খেতে খেতে,
কার্তিকের মেঠোপথে হেঁটে যায় বিহঙ্গ
সেথায় কত অমানুষের মতো শুয়োর।