নিজের জন্য বাঁচো

১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে ‘চিঠির খামে না–বলা ভালোবাসা’ শিরোনামে চিঠি লেখা প্রতিযোগিতা। সেখান থেকে বাছাই করা চিঠি বন্ধুসভার পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

প্রিয় কাছের মানুষ,

আশা করছি তুমি ভালো থাকবে। নিজেকে নিজের জন্য ভালো রাখবে।

তুমি নিজেকে নিজেই ভালো জানো। তুমি জানো কত রাত তুমি চন্দ্রস্নানে যাওনি। কত দিন শোনোনি মন ভালো করা গান। কিংবা হিসাব রাখোনি কতটুকু অশ্রু আর হতাশার পাহাড় জন্মাতে দিলে তুমি দম বন্ধ হয়ে মারা যেতে। অথবা ভেবে দেখোনি শেষ কবে হেসেছিলে, গুনগুনিয়ে গেয়েছিলে, নিজের জন্য সেজেছিলে, সারা রাত জেগে প্রিয় লেখকের বই পড়েছিলে। কিংবা সব শেষ হয়ে গেছে ভেবে সারা রাত কেঁদে, সবকিছুর মায়া ছেড়ে, নিজের আত্মাকে হত্যা করে ভেবেছিলে, হয়তো পাড়ি দেবে তেপান্তরে।

এই যে এত কিছু ভাবার পরও এখনো তুমি বেঁচে আছ, পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইড বাড়াচ্ছ। এর কারণ তুমি নিজেকে অসম্ভব ভালোবাসো। তাই তো তুমি হেরে গেলে নতুন আশায় বাঁচো, স্বপ্নের পথে হাঁটো, হোঁচট খেলে আবার ঘুরে দাঁড়াও। নতুন লক্ষ্য ঠিক করে আবার চেষ্টা করো, সফল হও, আনন্দ ছড়াও।

তোমাকে তোমার নিজের জন্য এক আকাশ লাল গোলাপের শুভেচ্ছা।

ইতি
ইফাদ

যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা