স্বপ্নঘুড়ি
অসম্ভব ইচ্ছে, উড়ে চলি
নীলিমার সেই নিরালায়,
যেখানে হাওয়ায় ঘুড়ি ভাসে
রঙিন স্বপ্নের আলোছায়ায়।
হতে চাই এক রুপালি ঘুড়ি,
নিয়ন্ত্রণহীন, মুক্ত-ভাসা,
যার ওড়ানে দিশা নেই,
আছে বুকভরা আশা।
স্মৃতির সুতো, হাতে নাটাই,
বাঁধি নিজেকে আকাশে,
ভাসি যেখানে ঠিকানা নেই,
শুধু হারিয়ে যাওয়ার উপবাসে।
চাঁদের মতো দূর যে প্রিয়,
তারও টান হয় ব্যাকুল,
ভাবি একদিন টেনে আনব
হৃদয়ঘেরা নিঃশব্দ কূল।
মাঝে স্বপ্ন আঁকি,
রং মেখে হাওয়ার ক্যানভাসে,
আমি ও আমার ইচ্ছেঘুড়ি
একসঙ্গে উড়ি নিরালায় হেসে।