একাত্তর

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনাজপুরে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের খবরে উচ্ছ্বসিত মুক্তিবাহিনী। ছবি: অমিয় তরফদার (সি এম তারেক রেজার ‘একাত্তর-বিজয়ের সেই ক্ষণ’ বই থেকে সংগৃহীত)প্রতীকী ছবি

একাত্তর! একাত্তর!
ডাক দিয়ে যায়, প্রাণের স্পন্দন
গভীর-গহন হৃদয়ের ভেতর!
খাঁ খাঁ করে ওঠে, হারানো শূন্যতা
কবরে শুয়ে আছে ভাই
হারিয়ে যাওয়া স্বজনের সন্ধান নাই
চিতার আগুন এখনো জ্বলছে
মাটির বুক ফেটে বেরিয়ে আসছে কান্না
বোনের হৃদয়ে, স্বামীহারা বউ
সন্তানহারা মায়ের বুকে
এত সহজে, নিভে যাবে কি, কখনো তা
লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে
যুদ্ধ জয়ের স্বাধীনতা
রক্তে লেখা, প্রাণের শিখা
বেদনাবিধুর আমাদের কবিতা
একাত্তর! একাত্তর!
ডাক দিয়ে যায়, প্রাণের স্পন্দন
গভীর-গহন হৃদয়ের ভেতর