নিঃসঙ্গ মাঝি

অলংকরণ: মাসুক হেলাল

তোমার চোখের চোরাদৃষ্টিতে যেদিন প্রথমবার
প্রতারণার চোরাবালি দেখেছিলাম
সেদিন থেকেই বুঝেছিলাম,
আমার প্রতি তোমার প্রেম নেই কোনো
যা আছে তা হয়তো যৎসামান্য মায়া,
আরও একযুগ পথ হেঁটে এসে বুঝতে পারলাম
তোমার মায়াতেও বেশ ঘাটতি আছে।
অতঃপর আমি অস্থায়ী নির্ভরতার আস্থাহীন
ভাঙা নৌকার এক মাঝি!
যে কি না কূল কিনারাহীন সমুদ্রের মাঝবরাবর
বৈঠাহীন ভাঙা নৌকায় বসে নোনাজল সেঁচে
কেবল বাঁচতে চেষ্টা করছি।
আমার আশপাশে কিংবা দূরদূরান্তেও কারও অস্তিত্ব নেই
যে একটু সহমর্মিতায় এগিয়ে এসে
দিকভ্রান্ত দিশাহারা আমাকে উদ্ধার করবে।
তিমির নিশীথের নিকষ শরীরে কোনো স্বপ্নের জোনাকও এতটুকু আলো জ্বেলে পথ দেখায় না
আশান্বিত মনে অহেতুক এদিক ওদিক তাকাই
না, কোনো আলো নেই, কোনো আশাও নেই,
কোথাও কেউ নেই...
আমি বড়ো একা, বড় বেশি নিঃসঙ্গ এক মাঝি!