তুমি কথা রেখেছ
তুমি বলেছিলে,
চাঁদ হয়ে জ্বলবে ওই দূরের আকাশপাড়ায়
নিখিল প্রদীপে ঠিকই আজ উদ্ভাসিত হয়েছ
স্বগৌরবে।
তুমি কথা রেখেছ।
আমি বলেছিলাম,
ধবল জ্যোৎস্নায় স্নান করব
চাঁদনী পসরে খুব করে ভিজব দুজন
স্নিগ্ধ পূর্ণিমার মায়ায়।
না, আমি কথা রাখিনি...
জানি না কেন যে এত অবান্তর ডালপালার জঞ্জালে
ঝলমলে জ্যোৎস্না রাতেও আঁধার লেপ্টে থাকে
সবুজে সজীব আমার ছোট্টো ঝুলবারান্দায়!