রোদের দিনে রাত নামে

প্রতীকীছবি: আবদুস সালাম

ঝুম বৃষ্টি, হঠাৎ তোমার সঙ্গে দেখা। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তোমার কাছে দাঁড়ালাম। তুমি কি তখন চিনবে আমায়? নাকি...আগের মতোই সবটা অস্বীকার করে চলে যাবে।

কেন জানি তোমার মুখটা খুব ঝাপসা লাগে। আচ্ছা, আমার কথা কি তোমার মনে পড়ে? সেই স্কুল লাইফের কথা? রোজ ছুটির সময় তোমার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতাম! মনে পড়ে? মায়ের ফোন দিয়ে ভয়ে ভয়ে রোজ টেক্সট দিতা আমাকে? আচ্ছা কিছুই কি তোমার মনে নেই?

জানো, কিছুদিন আগেও তোমাকে অনেক খুঁজেছি। তিন রাস্তার মোড়ে রোজ বসে থাকি তুমি ফিরবে বলে। কিন্তু আসো না। সত্যিই কি আমার কথা একটুও মনে পড়ে না তোমার। দীর্ঘ ১১ বছর পর তোমাকে কেন জানি খুব মনে পড়ছে।