বরণে বৈশাখ
প্রথম বৈশাখী বৃষ্টি আজ ছুঁয়ে দিল,
আকস্মিকতা প্রাণের; অশুচি স্পর্শ
আকাশ যেন আজ কলাপাতার মতোই স্নিগ্ধ।
রুষ্ট দুপুরে বেসুরো কোকিল হঠাৎ
শান্ত-কমনীয়।
দূর পল্ললে, গহিনে
মাটির ডাকে বাজিছে সুর
এসো প্রাণপ্রিয়, এসো অভিমানী
মুছে দাও বিষণ্ন নীলের গ্লানি।
মেঘের আঁচলজুড়ে বৈশাখী বরণডালা
রজনীগন্ধা, বেলি, পলাশ, হাসনাহেনা।
তৃষ্ণার্ত তরুর অধর ছুঁয়েছে বৃষ্টি
পত্রে পত্রে বুক ফুঁড়ে বেরিয়ে
নিরেট সবুজ।
বহুকাল পরে এসেছে বৈশাখ।
স্বাগত জানাতে প্রস্তুত আরক্তনয়ন
নতুন বছর; বরণে বৈশাখ।
নতুন সুর, নতুন পঞ্জিকা
লিচুগাছে মুকুলের গান, পোড়া আমের স্বাদ
সব একই সুরে জেগেছে আজ।
চৈত্রের ধুলার মতো ঝরে গেল ক্লেশ;
বরণে বৈশাখ।
ঝরে গেল সব ভস্ম, তপ্ত বিকেল যত
শুকিয়ে যাওয়া প্রেমপত্রে
হঠাৎ প্রাণের আমেজ।
জেগেছে পত্র-পল্লব
বরণে বৈশাখ।।