শ্রেষ্ঠ জয়িতা হলেন শেরপুর বন্ধুসভার সোহাগী আক্তার
শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননাপ্রাপ্ত শেরপুর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক সোহাগী আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর তাঁকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করে।
২৫ ডিসেম্বর বিকেলে শহরের গোপালবাড়ী এলাকার একটি বাসায় শেরপুর বন্ধুসভার পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর বন্ধুসভার সভাপতি রবিন সাহা। অনুষ্ঠানে সোহাগী আক্তারের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি আল আমিন, জয় সাহাসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।