নালিশ

অলংকরণ: তুলি

দিনের পর দিন অনর্গল কষ্ট ভোগ করেছি
রাতের পর রাত মোমের মতো জ্বলেছি
যন্ত্রণায় নীরবে একা বসে অনেক কেঁদেছি
তিলে তিলে ক্ষয় হয়েছে হৃদয়ের জানালা
তবু কারও কাছে কোনো নালিশ করিনি।

কষ্টগুলো আমায় লাগাম ধরে টেনেছে
দুঃখগুলো ভেজা কাপড়ের মতো ধুয়েছে
বেদনাগুলো দড়ির মতো কলিজা ছিঁড়েছে
এভাবে নষ্ট করেছে আমার সাজানো ঘর
তবু কারও কাছে কোনো নালিশ করিনি।

আমার রাতের আরামের ঘুম হারাম করেছে
মনের ঘরটা ইচ্ছেমতো পেরেক মেরেছে
শক্ত করে সুতো দিয়ে বিবেক বেঁধে রেখেছে
নিজে আজ কারাবন্দী অবস্থায় আছি
তবু কারও কাছে কোনো নালিশ করিনি।

সুখের দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে
মাতাল হাওয়া, মুখের হাসি কেড়ে নিয়েছে
বুকটাকে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে
চাতক পাখির মতো ছটফট আজ করছি
তবু কারও কাছে কোনো নালিশ করিনি।