<p> হে নবীন!<br> আগামীর প্রজন্ম, জাতির উজ্জ্বল নক্ষত্র<br> তোমরা আজ ফোনে কেন আসক্ত?<br> বয়সটা যে তোমার স্বপ্ন বুনার<br> ভাবনায় এখন মগ্ন হওয়ার,<br> মানবসেবায় ব্রতী হয়ে<br> মানবিক হওয়া উচিত তোমার।</p>.<p> সবকিছুকে ভুলে তুমি, করছ ক্ষতি<br> তোমার ও জাতির<br> মস্তিষ্ক তোমার হচ্ছে ক্ষতি<br> ফোনটাতে তোমার বাড়ছে আসক্তি।<br> আসক্তি ভুলে, সজাগ হও<br> সফল ব্যক্তির অনুসারী হও,<br> চিন্তাভাবনা বিকশিত করো<br> মোবাইল ফেলে, বই ধরো।</p>
<p> হে নবীন!<br> আগামীর প্রজন্ম, জাতির উজ্জ্বল নক্ষত্র<br> তোমরা আজ ফোনে কেন আসক্ত?<br> বয়সটা যে তোমার স্বপ্ন বুনার<br> ভাবনায় এখন মগ্ন হওয়ার,<br> মানবসেবায় ব্রতী হয়ে<br> মানবিক হওয়া উচিত তোমার।</p>.<p> সবকিছুকে ভুলে তুমি, করছ ক্ষতি<br> তোমার ও জাতির<br> মস্তিষ্ক তোমার হচ্ছে ক্ষতি<br> ফোনটাতে তোমার বাড়ছে আসক্তি।<br> আসক্তি ভুলে, সজাগ হও<br> সফল ব্যক্তির অনুসারী হও,<br> চিন্তাভাবনা বিকশিত করো<br> মোবাইল ফেলে, বই ধরো।</p>