আসক্ত প্রজন্ম

গেম খেলায় বেশি আসক্ত হলে সামাজিক দক্ষতা কমে যাবে। মডেল: রাজ্যছবি: অধুনা

হে নবীন!
আগামীর প্রজন্ম, জাতির উজ্জ্বল নক্ষত্র
তোমরা আজ ফোনে কেন আসক্ত?
বয়সটা যে তোমার স্বপ্ন বুনার
ভাবনায় এখন মগ্ন হওয়ার,
মানবসেবায় ব্রতী হয়ে
মানবিক হওয়া উচিত তোমার।

সবকিছুকে ভুলে তুমি, করছ ক্ষতি
তোমার ও জাতির
মস্তিষ্ক তোমার হচ্ছে ক্ষতি
ফোনটাতে তোমার বাড়ছে আসক্তি।
আসক্তি ভুলে, সজাগ হও
সফল ব্যক্তির অনুসারী হও,
চিন্তাভাবনা বিকশিত করো
মোবাইল ফেলে, বই ধরো।