যে ক্লাবে মেসির যাওয়ার সম্ভাবনা বেশি

মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর বাবা হোর্হে মেসিছবি: টুইটার

ফুটবলের চলমান মৌসুম শেষ হতে এক মাসের অল্প কিছু বেশি সময় বাকি। জুন মাসের ৩০ তারিখ শেষ হবে মৌসুম। কিছুদিনের মধ্যে শুরু হবে দলবদলের মৌসুমও। ফুটবলপ্রেমীরা সেটিরই অপেক্ষায় যেন দিন গুনছেন! কারণটা লিওনেল মেসি। পিএসজির সঙ্গে তাঁর চুক্তিও যে ওই দিনই শেষ হচ্ছে। দুই পক্ষের মধ্যে নতুন চুক্তির কোনো সম্ভাবনা দেখছে না ইউরোপের সংবাদমাধ্যমগুলো। তার মানে মেসির ফরাসি অধ্যায় যে শেষ হচ্ছে, তা অনেকটাই নিশ্চিত!

কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক যাবেন কোথায়? বেশ কয়েকটি ক্লাবের নামই শোনা যাচ্ছে। এর মধ্যে স্পেনে বার্সেলোনা, যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি, সৌদি আরবের আল-হিলাল ও সম্প্রতি ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের নামও আলোচনায় আসছে। ইংলিশ ক্লাবটি দীর্ঘ দুই দশক পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই মেসির সম্ভাব্য গন্তব্য সেটিও হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই নির্ধারিত হয়নি। সবই কেবল ধারণা।

মেসির জন্য বার্সার দরজা খোলা রেখেছেন লাপোর্তা
ফাইল ছবি

অনেকে বলছেন, পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন লিওনেল মেসি। কিন্তু এর সম্ভাবনা আসলে কতটুকু? আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুই মারলো জানিয়েছেন, ফেরার ব্যাপারে বার্সেলোনার ধারকাছেও নাকি এ মুহূর্তে মেসি নেই। সম্প্রতি এক টুইটে তিনি লিখেছেন, ‘মেসি বার্সেলোনায় ফেরার ধারকাছেও এখন নেই।’ যদিও ক্লাব কর্তৃপক্ষ তাঁকে ফেরানোর কথাই ভাবছে এবং এ জন্য সব রকমের চেষ্টাই নাকি করা হবে। সপ্তাহ দুই আগে স্পেনের কিংস লিগের দল জিজান্তেস এফসিতে বার্সেলোনার সভাপতি লাপোর্তা বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা পরের মৌসুম নিয়ে কাজ করছি। তাকে (মেসি) ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এখন আগামী মৌসুমে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরির সম্ভাব্যতা নিয়ে কাজ করছি।’

বর্তমানে বার্সেলোনার কোচ হিসেবে আছেন দলটির কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। যিনি আবার মেসির সাবেক সতীর্থ এবং ভালো বন্ধুও। তিনি বন্ধুকে ফেরানোর ব্যাপারে কী ভাবছেন? সদ্যই বার্সেলোনাকে লা লিগা জেতানো এই কোচ সাংবাদিকদের বলেছেন, তাঁর কাছে বিষয়টি এখনো অনিশ্চিত ও অজানা। তিনি বলেন, ‘এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারছি না। লিও অসাধারণ এক ফুটবলার। সে আমার বন্ধু। এরপরও আমি বলব, এটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। কিন্তু সবকিছুর ওপর ওর মনোভাব এবং ও কী চায়।’

খেলোয়াড়ি জীবনে এমন অনেক মুহূর্ত পার করেছেন জাভি ও মেসি
ছবি: দ্য জার্নাল

এখন প্রশ্ন হচ্ছে মেসি আসলে কী চায়? ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, আর্জেন্টাইন অধিনায়কেরও চাওয়া বার্সায় ফেরা। যদিও দলটির সাবেক কোচ রোনাল্ড কোমান মনে করেন, মেসি নিজেই বার্সেলোনায় ফিরবেন না। দুই বছর আগে লিও যখন পিএসজিতে পাড়ি জমান, তখন কাতালান ক্লাবটির কোচ ছিলেন এই ডাচ। ইএসপিএনকে রোনাল্ড কোমান বলেছেন, ‘আমি মনে করি না মেসি আবারও বার্সেলোনায় ফিরবে। বুসকেতস বার্সেলোনা ছেড়েছে। জরদি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’ তিনি এটাও বলেছেন যে মেসিকে ফেরানোর কথা তুলে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা আসলে নিজের সুনাম বাড়ানোর চেষ্টা করছেন।

এই মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন সের্হিও বুসকেতস। বন্ধুর ব্যাপারে তিনি কী ভাবছেন? গুঞ্জন আছে, লিওনেল মেসির সঙ্গে বুসকেতসও পাড়ি জমাবেন সৌদি আরবে। যদিও তিনি সেই দাবি উড়িয়ে দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে বুসকেতস বলেছেন, ‘প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সবার জীবন, পরিবার, উদ্দেশ্য আলাদা। অবশ্যই মেসির সঙ্গে আবারও আমি খেলতে চাই, তবে আমার ভবিষ্যৎ মেসির সঙ্গে জড়িত নয়।’

লিওনেল মেসি ও সের্হিও বুসকেটস। যখন বার্সায় দুজন সতীর্থ ছিলেন
ফাইল ছবি: এএফপি

২০২১ সালে লা লিগার বেতনসীমাসংক্রান্ত নীতির কারণেই বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। সে সময় তিনি বলেছিলেন আবারও ফিরে আসবেন ক্যাম্প ন্যুতে। সেই ফেরাটা কি এবারই হচ্ছে? স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ তাদের এক প্রতিবেদনে বলেছে, মেসি বার্সায় ফিরলে বছরে ২৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৬৬৩ কোটি টাকা) বেশি আয় করবে ক্লাবটি। এমনটা হলে নিজেদের আর্থিক ক্ষতিও কাটিয়ে উঠতে পারবে কাতালানরা। তার আগে বিভিন্ন খাত থেকে তাদের আয় ও ব্যয় কমাতে হবে। তারপর লা লিগা কর্তৃপক্ষের কাছে পরিকল্পনা জমা দিতে হবে। সব মিলিয়ে এখনো অনেক হিসাব-নিকাশ বাকি।