একফালি আলো

শ্যামল জমিনে সোনালি আলোক রেখাপ্রতীকী ছবি

ক্লাসরুম খুলে গেলে
জন্মান্ধ অজ্ঞতা নিয়ে ঢুকে গেলাম ভেতরে।
একফালি আলো এসে ছুঁয়ে গেল
আমাদের চোখ।
দেখতে শুরু করলাম,
নিগূঢ় আঁধার থেকে চুয়ে পড়া ভালো।