বৃষ্টিদিনের কাব্য
কদম ফুলে ভরে উঠেছিল বৃক্ষ
তখন তোমার হাতে আমার হাত,
নাহ! খুব দীর্ঘদিনের কথা নয়
ঠিক মহামারির আগে
যখন সামাজিক দূরত্ব
আমাদের নাগালের বাইরে।
বৃষ্টি এলেই ছাতার নিচে দুজন।
আমি ভিজলেও বৃষ্টি ফোঁটায় ছুতে দেয়নি তোমার গা।
আমাদের প্রেমকাব্যের সূচনা কিন্ত এখানেই।
হোস্টেলের পাশেই তোমার ছাত্রীনিবাস।
আকাশে মেঘ ভর করলেই
ছুটে যেতাম ছাদে দুজন
তারপর ঘণ্টাজুড়ে মুঠোফোনে প্রেমালাপ।
থমকে গেছে এ শহর
এখন প্রতিটি মুহূর্ত প্রেমানুভবের বাক্য
অথচ রোজ শুরু হতো,
আমাদের বৃষ্টিদিনের কাব্য।