অভিমান

অলংকরণ: মাসুক হেলাল

মাকে নিয়ে বলতে গেলে
হয় না বলা কিছু-
স্মৃতিভরা একটি আকাশ
ডাকে পিছু পিছু।
উঠোনজুড়ে আলপনা আর
কুলোয় নতুন ধান-
মা যে আমার ছোট্টবেলার
ঘুম পাড়ানি গান।

হাজার শাসন বারণ মাঝেও
লুকিয়ে থাকা মায়া,
জীবন পথে তপ্ত রোদে
মা হয়ে যায় ছায়া।
দুখের রাতে সেইতো ঝরায়
জোছনা রাশি রাশি,
অভিমানে হয় না বলা
মাকে ভালোবাসি।